রকি পাল(বিলোনিয়া): স্বপ্ন সত্যি হলো বিলোনিয়া বাসির। মঙ্গলবার সন্ধ্যায় বিলোনিয়া রেল ষ্টেশনে পরীক্ষামূলক ভাবে এসে পৌঁছালো রেলের দুটি ইঞ্জিন। ষ্টেশনে রেল আসার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ভেসে পড়ে বিলোনিয়া মানুষ। রেলচালক ও কর্মীদের স্বাগত জানান তারা। এরপর মিষ্টিমুখ করানো হয় । অনেকে আবার ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফিও তুলতে থাকেন । কারো কারো চোখের কোনায় দেখা যায় জল। আর বিলোনিয়াতে রেল আসার সঙ্গে সঙ্গে ভারতের রেল মানচিত্রে যোগ হলো বিলোনিয়ার নাম।
