ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু পরিদর্শন বিএফএফের প্রতিনধি দল

সুবীর রায় চৌধুরী(সাব্রুম) মঙ্গলবার সকালে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দিতে সাব্রুমে সফরে আসলেন বিএফএফের আইজি H K লোহিয়া সহ তাদের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।হেলিপ্যাডে নেমে সেখান থেকে সোজা চলে যান সাব্রুম পুরোনো টাউন হলে। সেখানে ৩১ নং বিএসএফের উদ্যোগে আয়োজিত সিভিক আউটরিচ অনুষ্ঠানে অংশগ্রহন করেন। অনুষ্ঠানে বিএসএফের উচ্চপদস্থ আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন সাব্রুম ও শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক শঙ্কর রায় ও প্রমোদ রিয়াং।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শঙ্কর রায় বলেন বিএসএফ এর সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং একে অপরের পরিপূরক হিসাবে আমাদের কাজ করতে হবে।অনুষ্ঠানে বিলোনিয়া কলেজের প্রথম বর্ষের প্রতিবন্ধী ছাত্র আকাশদ্বীপ পালের হাতে ই-রিস্কা তুলে দেওয়া হয় এবং মাধব নগর উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও শ্রীনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়কে দুটি কম্পিউটার দেওয়া হয়।

  অনুষ্ঠান শেষের পর বিএফএফের আইজি H K লোহিয়া সহ প্রতিনিধি দলটি দুজন বিধায়কে সাব্রুমের ফেনী নদীর উপর নির্মীয়মাণ ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএফএফের আইজি H K লোহিয়া জানান, “আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সেতুটি উদ্বোধন করা যায়। বেশ কিছু বিষয় নিয়ে স্থানীয় বিধায়ক, কনস্ট্রাকশন কোম্পানির আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here