সুবীর রায় চৌধুরী(সাব্রুম) মঙ্গলবার সকালে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দিতে সাব্রুমে সফরে আসলেন বিএফএফের আইজি H K লোহিয়া সহ তাদের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।হেলিপ্যাডে নেমে সেখান থেকে সোজা চলে যান সাব্রুম পুরোনো টাউন হলে। সেখানে ৩১ নং বিএসএফের উদ্যোগে আয়োজিত সিভিক আউটরিচ অনুষ্ঠানে অংশগ্রহন করেন। অনুষ্ঠানে বিএসএফের উচ্চপদস্থ আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন সাব্রুম ও শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক শঙ্কর রায় ও প্রমোদ রিয়াং।
