১০৩২৩ চাকরি চলে যাওয়ার ঘটনায় সিবিআই তদন্তের দাবী তুললেন চাকুরিচ্যুত শিক্ষকরা

আগরতলাঃ “যে সরকারের জন্য আজ আমাদের চাকরী অনিশ্চয়তার মুখে যে সরকার আজ আমাদের এত বড় বিপদের মুখে ফেলে দিয়েছেন, সেই সরকারের আমলা, মন্ত্রী থেকে শুরু করে যারা দোষী তাদের অবিলম্বে বিচার চাই । সেই সমস্ত দোষীদের গ্রেফতার করা হোক এবং এই ঘটনার তদন্তের জন্য সিবিআই চাই । এটাই দাবী আমাদের বর্তমান রাজ্য সরকারের কাছে । মঙ্গলবার রাজধানীতে মহামিছিল করে ১০৩২৩ শিক্ষকদের চাকরী চলে যাওয়ার ঘটনার সিবিআই তদন্তের দাবী জানালেন ১০৩২৩ এড হক পে শিক্ষক কর্মচারী সংগঠনের রাজ্য সভাপতি বিমল সাহা।
 রাজনৈতিক মতাদর্শের উদ্ধে উঠে পরিবার-পরিজনের বাঁচার স্বার্থ রক্ষার লড়াইয়ের দাবী নিয়ে মঙ্গলবার রাজধানীতে মিছিল করল ১০৩২৩ এর চাকুরিচ্যুত শিক্ষকরা । রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে শিক্ষকরা অফিস লেনস্থিত শিক্ষা দপ্তরের অফিস অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেন তারা। আগামী ১ নভেম্বর সুপ্রিম কোর্ট ১০৩২৩ মামলার রায় ঘোষণা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here