৩০ অক্টোবর সংবাদ জগতের কালোদিন

ছত্তিশগড়ঃ ৩০ অক্টোবর কালোদিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে ভারতবর্ষের সংবাদ জগতে ।  ফের একবার আঘাত নেমে এলো গণতন্ত্রের চতুর্থস্তম্ভের উপর ।মাওবাদী হামলায় মৃত্যু হলো দূরদর্শনের এই চিত্র সাংবাদিকের । মঙ্গলবার দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। সাংবাদিক ছাড়াও মারা গেছেন দুজন পুলিশ কর্মী।

বিজ্ঞাপন

নিহত ওই চিত্র সাংবাদিকের নাম অচ্যুতানন্দ সাহু। নিহত দুই পুলিশকর্মী হলেন  ছত্তিসগড় পুলিশের  সাব ইন্সপেক্টর রুদ্র প্রতাপ, অ্যাসিস্ট্যান্ট কন্সটেবল মঙ্গালু । ছত্তিশগড়ের দান্তেওড়ায় এর আরানপুরে  এই ঘটনা ঘটেছে । আগামী ১০ ও ১২ নভেম্বর ওই রাজ্যে বিধানসভা নির্বাচন । নির্বাচনের আগে একাধিকবার রাজ্যের বিভিন্ন জায়গায় মাওবাদী হামলা চলছে।

আজকের ঘটনার মাত্র চার দিন আগে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় সিআরপিএফের গাড়ি লক্ষ্য করে ল্যান্ড মাইন ফাটায় মাওবাদীরা । সেই ঘটনায় ৪ সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন। প্রসার ভারতীর তরফে জানানো হয়েছে, ‘ছত্তিসগড়ে নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য দূরদর্শন তার কর্মীদের দান্তেওয়াড়ায় পাঠিয়েছে। সেই দলে ছিলেন সংবাদদাতা ধীরজ কুমার, চিত্র সাংবাদিক অচ্যূতানন্দ শাহু ও আলোক সহযোগী মোরমুক্ত শর্মা । মঙ্গলবার বেলার দিকে তাদের ওপর হামলা চালায় একদল মাওবাদী।’এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সংবাদ জগতে।

error: Content is protected !!