ছত্তিশগড়ঃ ৩০ অক্টোবর কালোদিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে ভারতবর্ষের সংবাদ জগতে । ফের একবার আঘাত নেমে এলো গণতন্ত্রের চতুর্থস্তম্ভের উপর ।মাওবাদী হামলায় মৃত্যু হলো দূরদর্শনের এই চিত্র সাংবাদিকের । মঙ্গলবার দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। সাংবাদিক ছাড়াও মারা গেছেন দুজন পুলিশ কর্মী।

নিহত ওই চিত্র সাংবাদিকের নাম অচ্যুতানন্দ সাহু। নিহত দুই পুলিশকর্মী হলেন ছত্তিসগড় পুলিশের সাব ইন্সপেক্টর রুদ্র প্রতাপ, অ্যাসিস্ট্যান্ট কন্সটেবল মঙ্গালু । ছত্তিশগড়ের দান্তেওড়ায় এর আরানপুরে এই ঘটনা ঘটেছে । আগামী ১০ ও ১২ নভেম্বর ওই রাজ্যে বিধানসভা নির্বাচন । নির্বাচনের আগে একাধিকবার রাজ্যের বিভিন্ন জায়গায় মাওবাদী হামলা চলছে।
Doordarshan cameraman Achutyanand Sahu who lost his life today in a Naxal attack in Dantewada. #Chhattisgarh (Image Courtesy- Sahu's Facebook Account) pic.twitter.com/B8t7scDppR
— ANI (@ANI) October 30, 2018