ওয়েবডেস্কঃ সাব্রুম থানার ওসি কমল কর চৌধুরীর বিরুদ্ধে স্বপ্রনোদিত মামলা নিল রাজ্যের পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন। দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নাম করে সাংবাদিক থেকে সাধারণ মানুষকে হেনস্থা করার অভিযোগ আসছিল। মহকুমাতে অপরাধ ও নেশা কারবারিদের দৌরাত্মও বাড়ছে, এসপি থেকে এসডিপিও সবার কাছেই তার বিরুদ্ধে অভিযোগ আসছিল। কিন্তু রাজ্যের স্বারষ্ট্রদপ্তর কোনোরকম পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তুলছিল সাংবাদিকেরা।

কিছুদিন আগেই সাব্রুম প্রেস ক্লাবের সভাপতিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার নামে শারীরিক হেনস্থা করার অভিযোগ আসে ওসি কমল কর চৌধুরীর বিরুদ্ধে । সাংবাদিকরা সরকারি অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নেয়। একের পর এক অভিযোগ পাওয়ার পর শেষ পর্যন্ত বাধ্য হয়ে তার বিরুদ্ধে পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন মামলা দায়ের করল। ইতিমধ্যেই জেলার পুলিশ সুপারকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ২১শে ডিসেম্বর ধার্য করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here