আগরতলাঃ এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সাধুটিলায় । বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন যে রেললাইনের উপর এক মাঝবয়সী ব্যাক্তির মৃতদেহ পরে রয়েছে। এরপরেই খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

প্রথমে মৃতব্যাক্তির পরিচয় জানা না গেলেও কিছুক্ষন পরেই স্থানীয় মারফত খবর পেয়ে মৃত ব্যাক্তির ছেলে গনেশ দেব ঘটনাস্থলে আসেন এবং দেহটি শনাক্ত করেন। মৃতের নাম বাবুল চন্দ্র দেব(৫৫)। মৃতার ছেলে জানিয়েছেন যে, বুধবার বিকেল থেকেই তার বাবা নিখোঁজ ছিলো। অনেক খজাখুঁজির পরেও বাবার কোন খোঁজ পাননি তারা। আজ সকালে স্থানীয় মারফত খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন মৃতদেহটি তার বাবার।
