তিনটে “ডি” একসঙ্গে ভারতবর্ষকে অনেক আগে নিয়ে যাবেঃরাজ্যপাল

আগরতলাঃ “ভারতবর্ষে যে গণতন্ত্র রয়েছে সেটা সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ গণতন্ত্র ডেমোগ্রাফি(ভূভাগ),ডেমোক্রেসি(গণতন্ত্র),ডিম্যান্ড(চাহিদা) এই তিনটে  ডি একসঙ্গে নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে ভারতবর্ষ  অনেক আগে যাবে । আমাদের প্রথম নজর দিতে হবে গণতন্ত্রের উপর।“ বৃহস্পতিবার  জাতীর জনক মহত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি।

পুরোনো রাজভবনের দবরার হলে এই সেমিনারের আয়োজন করা হয় । সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন অনান্য অতিথিরা।

foodzone
foodzone

সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল আরও বলেন, “মহত্মাগান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী পালনের মূল উদ্দেশ্য, মহত্মা গান্ধীর স্বপ্নের ভারত বানানো । স্বপ্নের ভারত বানানোর জন্য সব থেকে বেশী এগিয়ে আসতে হবে যুবদের।“

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here