অমানবিকতার নজির মালদায় , চিকিৎসা করাতে এসে মৃত্যু রোগীর।

হক জাফর ইমাম(মালদা) অমানবিকতার নজির এবার দেখা গেলো মালদায়। চিকিৎসা করাতে এসে মৃত্যু হলো রোগীর । বৃহস্পতিবার সকালে ভোরের আলো ফুটতে না ফুটতেই একঅমানবিকতার নজির দেখল মালদা শহরবাসী।

ঘটনার বিবরনে জানা গেছে  সকালে কালিয়াচক থেকে মোহাম্মদ সমিউল্লা নামে এক ব্যক্তি মালদা শহরে চিকিৎসার জন্য আসে ন । চিকিৎসকের কাছে যাবেন বলে রিস্কাতে ওঠেন। সেই সময় হঠাৎই-হাত-পা কাঁপতে শুরু করলেই ঘটনাস্থলে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যাক্তি।  পথচলতি মানুষ অনেকে আতঙ্কে  এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় কয়েকজন এগিয়ে আসলেও ততক্ষণে সব শেষ ।

এরপরেই খবর দেওয়া হয় মালদা ইংরেজবাজার থানায়। কিন্তু স্থানীয়দের অভিযোগ, ঢিলছোড়া দূরত্বে ইংলিশবাজার থানা অবস্থিত হওয়ার ফলেও প্রায় ঘন্টা খানেক রাস্তার মধ্যেই মৃতদেহটি পড়ে থাকে। এক ঘণ্টা পেড়িয়ে যাওয়ার পরেও  ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে না আসায়  উত্তেজিত হয়ে পড়ে জনতা ।

স্থানীয়রা ওই ব্যক্তির কাছে থাকা একটি ব্যাগের মধ্যে বেশকিছু ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র পাওয়া যায়, সেখান থেকেই তার নাম ও ঠিকানা উদ্ধার করা হয়। কাগজ অনুসারে তার নাম মোহাম্মদ সমিউল্লা বাড়ি কালিয়াচক তার পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয় সেই ফোনে ফোন করে বাড়ির লোককে জানানো হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ওই ব্যাক্তির পরিবারের লোকেরা । কিন্তু ঢিলছোড়া দুরত্বে থানা হওয়ায় কেন পুলিশ আসতে দেরী করলো সেটাই এখন ভাবাচ্ছে স্থানীয়দের।

error: Content is protected !!