ধর্মনগরে শুরু হলো পুষ্টি মেলা

প্রতীক নাথ(ধর্মনগর) শুক্রবার বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাত ধরে ধর্মনগরের  বি বি আই মাঠে পোষণ মেলা অর্থাৎ পুষ্টি মেলার উদ্বোধন হলো । প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ।

২০১৭ সালে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুষ্টিকর অভিযান শুরু করিয়েছিলেন । অর্থাৎ দেশে যেন পুষ্টির ঘাটতি তে আমাদের কোন নাগরিক বা মানুষ না কষ্ট পান । ২০১৭ সালে  থেকে ২০২০ সাল পর্যন্ত উনি মেয়াদ করে দিয়েছেন। এবং তার জন্য নয় হাজার কোটি টাকা সারা ভারতবর্ষের জন্য  সংস্থান করে দিয়েছেন। তারই ফলশ্রুতিতে ধর্মনগরে এই প্রথম খাদ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে।

foodzone
foodzone

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here