প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোটবন্দী বাতিলের ২০০ বছর পূর্ণ হয়েছেঃ বিরজিত সিনহা

আগরতলাঃ নোটবন্দীর দুবছর বর্ষপূর্তিতে সারা দেশের পাশাপাশি শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয় । পোস্টঅফিস চৌমুনিস্থিত কংগ্রেসের সদর কার্যালয় থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলে অংশ নিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা, প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মণ, প্রাক্তন বিধায়ক গোপাল রায় সহ কংগ্রেসের অনান্য নেতৃবৃন্দরা। পোস্টঅফিস চৌমুনি থেকে মিছিল শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে রাজধানীর আরবিআই অফিসের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী-সমর্থকরা। বিক্ষোভ মিছিলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরজিত বাবু বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোটবন্দী বাতিলের ২০০ বছর পূর্ণ হয়েছে।  তাঁর এই বক্তব্যের পর হইচই পড়ে গিয়েছে রাজ্য জুড়ে।

https://youtu.be/IwPsVE7nYLE

error: Content is protected !!