“মুসলমানরা রাম মন্দির নির্মাণের বিরুদ্ধে নয়”

ওয়েব ডেস্কঃ “সাংসদ নির্বাচনের কারণে তারা একটি আইন নিয়ে আসতে চায় । তারা হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করতে চায় ।  পেট্রোলের দাম বেড়েছে, জিএসটি ও বিক্ষোভের কারণে মানুষ অসন্তুষ্ট, তাই তারা এই রাম মন্দির ইস্যুটি তুলে ধরতে চায় “। রামমন্দির নিয়ে বিজেপিকে কটাক্ষ করে একথা বললেন কংগ্রেসের সাংসদ রোশন বেগ। তিনি আরো জানান, “মুসলমানরা রাম মন্দির নির্মাণের বিরুদ্ধে নয় । যদি রাম মন্দিরটি নির্মিত হয় না তবে এটি কি পাকিস্তানে নির্মিত হবে ? এটি কেবল ভারতেই তৈরি করা উচিত । মামলা কোর্টের সামনে। এখন তারা অর্ডিন্যান্স আনতে চেষ্টা করছে। তারা ৪.৫ বছরে কেন তা করেনি ?”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here