শিক্ষকের অভাবে পড়াশুনা লাটে কদমতলা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে

কিষানকুমার মালি(চুড়াইবাড়ি)- নাম মাত্র ইংলিশ মিডিয়াম স্কুল। শিক্ষক মাত্র একজন। পড়াশুনা লাটে-অভিভাবকদের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। শিক্ষক স্বল্পতার কারনে কদমতলার সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে private স্কুলে নিজ ছেলেমেয়েদের ভর্তি করতে উদ্যোগ হচ্ছেন অভিভাবকরা।  কি আর করবেন, তাদের বহু আশা নিয়ে তাদের ছেলেমেয়েকে সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছিলেন। প্রসঙ্গত ২০১৫ সালে কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মধ্যেই স্কুল শুরু হয় ইংলিশ মিডিয়াম স্কুল।

foodzone
                               

কথা ছিল তিন বৎসরের মধ্যে সরোজপুরের কোনো এক এলাকায় স্থায়ীভাবে স্কুল শুরু হবে। কিন্তু আজও হয়নি। অস্থায়ী ভাবে স্কুল চলছে কদমতলা দ্বাদশে। তৎকালীন বাম বিধায়ক ফয়জুর রাহেমান এই স্কুলটির উদ্বোধন করেছিলেন। বর্তমানে প্রায় ৮৫জনের ওপরে ছাত্র ছাত্রী আছে। শ্রেণী কক্ষ প্রথম, দ্বিতীয় তৃতীয় । সরকারি খাতায় শিক্ষক তিনজন, কিন্তু স্কুলে উপস্থিত হন মাত্র একজন। বাকিরা ছুটি নিয়ে চলে গেছেন। স্কুলের কচিকাঁচা ছাত্রছাত্রীরা মর্জিমতো ঘোরাফেরা করছে। ইনচার্জ বিশ্বতোষ পাল জানিয়েছেন তিনি তার মত করে চেষ্টা করছেন। যতটুকু পারছেন ক্লাস সামলাচ্ছেন । অন্যদিকে অপর দুই শিক্ষকও ক্লাসে আসছেন না। যার জেরে চূরান্ত সমস্যার মুখে পড়েছেন স্কুলের ছাত্রছাত্রীরা।

error: Content is protected !!