সদিচ্ছা থাকলে সত্যে পরিনত হয়

আগরতলাঃ “মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সদ্বিচ্ছা ছিলো । আমার ও শিক্ষা দপ্তরের সদ্বিচ্ছা ছিলো । সদিচ্ছা থাকলে সত্যে পরিনত হয় । এটা আমি আজকে দেখেছি।“ ১০৩২৩ শিক্ষক শিক্ষিকার এডহক ভিত্তিতে চাকরির মেয়াদ ২ বছর বাড়িয়েছে সুপ্রীম কোর্ট । শীর্ষ  আদালতের এই রায়ের পরিপ্রেক্ষিতে এভাবে নিজের প্রতিক্রিয়া ব্যাক্ত করলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ ।  পাশাপাশি ১০৩২৩ শিক্ষকদের এই অবস্থার জন্য পূর্ববর্তী বামফ্রণ্ট সরকারকে দায়ী করে শিক্ষামন্ত্রী বলেছেন, “আজকে এই অবস্থা সৃস্টি হয়েছে তৎকালীন বাম্ফ্রন্ট সরকারের অবিবেচিত সিদ্ধান্তের কারনের জন্য। তাদের পাপের বোঝা বিজেপি সরকার ও রাজ্যবাসীকে বইতে হচ্ছে।“

foodzone

শিক্ষামন্ত্রী আরও বলেন,  “বিজেপি-আইপিএফটি জোট সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দেয় সেই সমস্ত প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে।“  ১০৩২৩ এর যারা শিক্ষক-শিক্ষিকা রয়েছেন তাদের কাছে হাত জোড় করে শিক্ষামন্ত্রী আবেদন করলেন যে, “আমরা তাদের জন্য সুপ্রিম কোর্টে গেছি, লড়াই করেছি। তাদের কাছে আবেদন রাজ্যের বিদ্যালয় গুলিতে ছাত্রছাত্রীদের সঙ্গে যেন কোন অবহেলা না করে। শিক্ষার সঙ্গে কোনমতেই কম্প্রোমাইজ করবোনা। সরকার সবসময় শিক্ষকদের পাশে থাকবে।  ভিশন ডকুমেন্টসেও তাই বলেছি।  সুপ্রিম কোর্টের আজকের এই রায়কে রাজ্য সরকার ও আমি স্বাগত জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here