মিছিল শুরুর আগেই হাতাহাতিতে জড়ালেন ১০৩২৩ শিক্ষকদের দুটি সংগঠন

আগরতলাঃ বৃহস্পতিবারের বিকালে একটি বিরল দৃশ্যের সাক্ষী থাকলো রাজধানী আগরতলা । সকালে ১০৩২৩ শিক্ষকদের নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট । রাজ্য সরকারের আবেদন মেনে চাকরির মেয়াদ আরও দুবছর বাড়িয়েছে দেশের শীর্ষ আদালত। আদালতের এই রায়ের পরিপ্রেক্ষিতে রাজধানীতে মিছিলের আয়োজন করেছিলো শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু মিছিল শুরুর আগেই বাগ বিতণ্ডায় জড়িয়ে পড়লেন ১০৩২৩ শিক্ষকদের দুটি সংগঠনের শিক্ষক শিক্ষিকারা ।

 অল ত্রিপুরা ১০৩২৩ এড হক পে কমিশন শিক্ষক কর্মচারী সংগঠনের সঙ্গে অল ত্রিপুরা ১০৩২৩ টিচার্স এ্যাসোসিয়েশন সংগঠনের মধ্যে তীব্র ঝামেলা শুরু হয় । ঝামেলা এমন পর্যায় পৌঁছেছে যে দুটি পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। ১০৩২৩ এড হক পে শিক্ষক কর্মচারী সংগঠনের রাজ্য সভাপতি বিমল সাহা অভিযোগ করেছেন যে বামফ্রন্টের একটি গোষ্ঠী এসে তাদের সংগঠনের উপর হামলা করেছে।নব্যবিজেপি সেজে তারা এই ঘটনা ঘটিয়েছে। আগে যারা গ্রুপ বাজি করেছিলো তারা আবার এখন গ্রুপ বাজি শুরু করেছে। পরিকল্পনামাফিক এই হামলা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। পরবর্তী সময়ে পুলিশ ও অনান্য শিক্ষকশিক্ষিকার এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। পরে রবীন্দ্রভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে আবার রবীন্দ্রভবনের সামনে এসে শেষ।

error: Content is protected !!