আইপিএফটির দাদাগিরি, প্রতিবাদে তেলিয়ামুড়ায় পথ অবরোধে ক্ষুদ্র ব্যবসায়ীরা

হিরনময় রায়(তেলিয়ামুড়া) এলাকায় হাটবার বন্ধ করা নিয়ে আইপিএফটির হুলিয়া জারি করার প্রতিবাদে শনিবার সকালে তেলিয়ামুড়াতে পথ অবরোধ করলো ক্ষুদ্র ব্যবসায়ীরা । প্রায় দেড় ঘন্টা ধরে চলে পথ অবরোধ । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী । পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা  দফায় দফায় অবরোধকারীদের সঙ্গে কথা বললেও পথ অবরোধ তুলতে চায়নি ব্যবসায়ীরা । পরিস্থিত উত্তপ্ত হচ্ছে দেখে অবরোধকারীদের উপর লাঠিচার্জ করার সিদ্ধান্ত নেয় পুলিশ । পরে স্থানীয় নেতৃত্বদের আলোচনার আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ ক্ষমতার অপব্যবহার করে আইপিএফটির বেশ কিছু সমর্থক সাপ্তাহিক হাটবারগুলির দিন পরিবর্তন করার হুলিয়া জারি করেছে । সেই মত তেলিয়ামুড়া বাজারেও একই ঘটনা ঘটেছে আইপিএফটির কতিপয় কর্মী, এমনটাই অভিযোগ ব্যবসায়ীদের ।

তাদের আরও অভিযোগ, তেলিয়ামুড়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে উপজাতি এলাকাগুলিতে ব্যবসা করতে না পারে তার জন্য সাপ্তাহিক সাপ্তাহিক হাটবারের দিন পরিবর্তন না করে তেলিয়ামুড়া বাজারের দিন পরিবর্তন করে দেয় । ব্যবসায়ীদের অভিযোগ আইপিফটি নেতা অজিত দেববর্মা ব্যবসায়ীদের একপ্রকার হুমকির সুরে বলেছেন, তাদের ঠিক করা হাটবারের দিনেই ব্যবসা করতে হবে, না হলে ব্যবসা করতে দেওয়া হবেনা ।

ব্যবসায়ীদের আরও অভিযোগ, আইপিএফটির কর্মীরা তৈদু, দুস্কি,উত্তর মহারানী এবং মুঙ্গিয়াকামীর হাটবার পরিবর্তন করে শুক্রবার করে দেয় । অপর দিকে  তেলিয়ামুড়া হাটবারের দিনও সমবারের বদলে শুক্রবার করে দেয় । এর ফলে সপ্তাহে চারদিন দোকান তাদের বন্ধ রাখতে হচ্ছে । যার ফলে ব্যবসায় ক্ষতি হচ্ছে। বারবারা এই সমস্যার কথা জানালেও কোন সমাধান সূত্র বের না হওয়ায় বাধ্য হয়ে  আজ সকাল থেকে পথ অবরোধে বসেন ব্যবসায়ীরা।

পথ অবরোধ প্রত্যাহারের পর তেলিয়ামুড়া মার্চেন্ট এসোর প্রতিনিধি, ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিনিধিরা তেলিয়ামুড়া থানায় যৌথ বৈঠকে বসেন। বৈঠকে সমস্যা সমাধানের জন্য ১৫ দিন সময় নেওয়া হয়েছে। এখন এটাই দেখার যে আদেও সমস্যা সমাধান হয় কি না।

error: Content is protected !!