ইসরাইলি বিমান হামলায় ধ্বংস হামাস টিভি ভবন !

ওয়েব ডেস্ক: সোমবার ইসরায়েলি বিমান হামলায় গাজা স্ট্রিপে হামাসের আল-আকসা টিভি ভবনটি ধ্বংস হয়।ফিলিস্তিনি জঙ্গিদেরকাছ থেকে হুমকি পাওয়ার পর কঠোর প্রতিক্রিয়া আসে ইজরায়েলি ডিফেন্স ফোর্স থেকে। যদিও বিমান হামলার পূর্বে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।

ইজরায়েলি ও ফিলিস্তিনের জঙ্গিদের মধ্যে সংঘর্ষে গাজায় উত্তপ্ত পরিস্থিতি তৈরী হয়। হামাস স্বীকার করেছে যে গাজা শহরে ভবনটি ধ্বংস হয়েছে। ইসলামিক জিহাদিরা এই ঘটনার উপযুক্ত জবাব দেওয়ার পরিকল্পনা করেছে।

কোন আঘাতের ঘটনার রিপোর্ট পাওয়া যায়নি।কিন্তু মনে করা হচ্ছে, সতর্ক করার পর কর্মীরা পালিয়ে যেতে সক্ষম হয়।বিল্ডিংটি ধ্বংসের পর অজানা স্থান থেকে চ্যানেলটির সম্প্রচার শুরু হয়।

ইজরায়েলের সামরিক বাহিনী এই হামলায় ঘটনা স্বীকার করে বলে, “এই হামলা হামাস ও তার সহযোগী জঙ্গিগোষ্ঠীগুলির জন্য। তারা যেভাবে ইসরায়েলের ওপর বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে এবং সন্ত্রাসে মদত দিচ্ছে তার জবাব দেওয়া হয়েছে।”

তারা জানায় যে, “এই টিভি চ্যানেলটি হামাসের মালিকানাধীন এবং তাদের দ্বারা পরিচালিত হয়।”

এর আগে সোমবার ইজরায়েলের বিমান গাজা আক্রমণ করে। এতে তিন জন ফিলিস্তিনি নিহত ও নয়জন আহত হয়।

রোববার গাজা স্ট্রিপে ইস্রাইলি বিশেষ বাহিনীর মারাত্মক অভিযানের পর হামাস প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিল।

ইজরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা স্ট্রিপ থেকে একটি আন্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র একটি ইজরায়েলী বাসকে আঘাত করে , যার ফলে বেশ কয়েকজন ইজরায়েলি সেনা ও সাধার নাগরিক আহত হয়।

মেডিকেল রিপোর্ট থেকে জানা গেছে, কমপক্ষে ছয়জন ইসরায়েলি নাগরিক আহত হয়েছে এবং বেশ কয়েকটি ঘর ও বেসামরিক ভবন ক্ষতিগ্রস্থ হয়।

হামাস সহ ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী যৌথ বিবৃতি দিয়ে ক্ষেপণাস্ত্র আক্রমণের দায় স্বীকার করেছে।

error: Content is protected !!