বিরাটের ব্যাটে অনবদ্য জয় ভারতের

ওয়েবডেস্ক: রবিবার (২৫শে নভেম্বর) টি -২০ ফর্ম্যাটে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আরেকবার তার প্রতিভা বিশ্বকে দেখালেন। তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের ফলাফল ১-১ করলো ভারত। আগের ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় সিরিজের ফলাফল অমীমাংসিত হয়।

তার পুরোনো পজিশন তিন নম্বরে ব্যাট করতে এসে অপরাজিত ৬১ রান করে টিমকে জয়ের জায়গায় পৌঁছে দেন ভারতীয় অধিনায়ক। আর এর সাথে সাথেই কোনো একটি নির্দিষ্ট টিমের বিরুদ্ধে টি-২০ ফরম্যাটে সবচেয়ে বেশি রান করার বিশ্ব রেকর্ড করলেন।

করুনাল পান্ডিয়ার অসাধারণ বোলিংয়ের দৌলতে ভারত অস্ট্রেলিয়াকে ১৬৪ রুনের মধ্যে বেঁধে রাখতে সক্ষম হয়। করুনাল ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৪টি উইকেট নেন। অন্যদিকে চায়না বোলার কুলদীপ যাদবের স্পিনের সামনে অজি ব্যাটসম্যানেরা নড়বড়ে দেখায়। তিনি কোনো উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৯ রান দেন।

প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করে। অন্যদিকে পরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে শিখর ধাওয়ান ও রোহিত শর্মা ৬৭ রান করে। পরপর দুই ওভারে শিখর ও রোহিত আউট হয়ে যাওয়ার পর ম্যাচের রাশ ধরেন বিরাট কোহলি। অবশেষে ভারত ৪ উইকেট হারিয়ে জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।

error: Content is protected !!