কারোর দয়ার জন্য অপেক্ষা করতে হবেনা, জন্মদিনে মুখ্যমন্ত্রী

ওয়েবডেস্ক: রবিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনার ৪৭তম জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, জন্মদিনে মন্দিরে পূজা-অর্চনা করা ও আশীর্বাদ নেওয়া সেটা কাম্য। কিন্তু ওনার জন্য ত্রিপুরা রাজ্যের জনগণের আশীর্বাদও কোনোক্ষেত্রেই কম নয়। জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েও তিনি নেশামুক্ত রাজ্য গড়ার প্রসঙ্গ তুলে ধরলেন। তাছাড়া বর্তমান রাজ্য সরকার রাজ্যের যুবকদের স্বনির্ভর করে তোলার যে কর্মসূচি গ্রহণ করেছে সে বিষয়ে আলোকপাত করেন।

তিনি বলেন , রাজ্যের যুবক-যুবতীদের কথা মাথায় রেখে ৮২০টি শিল্পের রেজিস্ট্রেশন করা হয়েছে যার মাধ্যমে ৪০০০ কর্মসংস্থান করা যাবে। যাতে করে রাজ্যের যুবক-যুবতীদের কারোর দয়ার জন্য অপেক্ষা করতে হবেনা।

মুখ্যমন্ত্রী এও বলেন যে , তিনি আগেও বলেছেন রাজ্যের প্রত্যেক যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থান গড়ে তোলা হবে, আজও তিনি সেই কথাতেই অবিচল আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here