জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন মুখ্যমন্ত্রী

ওয়েবডেস্ক: রবিবার ২৫শে নভেম্বর রাজ্যের মুখমন্ত্রী বিপ্লব কুমার দেবের ৪৭তম জন্মদিন। স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রী ৪৭ বছর থেকে ৪৮ বছরে পা রাখলেন। মুখ্যমন্ত্রীর জন্মদিনে সোশাল মিডিয়াতে শুভেচ্ছার ঝড় ওঠে। বিজেপি কর্যকর্তা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর শুভানুধ্যায়ীরা মুখ্যমন্ত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। রাজ্য বিজেপির প্রভারী সুনীল দেওধরের পাশাপাশি রাজ্যের মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে অগণিত মানুষ জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। শুভেচ্ছাবার্তা আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর তরফ থেকেও ।

দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি অধ্যক্ষ অমিত শাহ, ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল কাপ্তান সিংহ সোলাঙ্কি ব্যক্তিগত ফোনালাপে ও টুইটের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান ও দীর্ঘায়ু কামনা করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ভূয়সী প্রশংসা করে বলেন , রাজ্যের যুবকদের বিকাশের স্বার্থে অক্লান্ত প্রয়াস করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া রাজ্যে বিপ্লব দেবের সরকার গঠিত হওয়ার পর জাতীয় ও আন্তর্জাতিকস্তরে রাজ্যের সুনাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here