স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

হক জাফর ইমাম(মালদা, পশ্চিমবঙ্গ): স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা ইংলিশবাজার থানার ঝালঝালিয়া এলাকায়। স্বামীর বিরুদ্ধে মারধোর খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে মালদা ইংরেজবাজার থানায়।

স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহে প্রায় প্রতিদিন স্ত্রীকে গালিগালাজ করতেন স্বামী, চলতো মারধোরও। এরই প্রতিবাদ করেছিলেন স্ত্রী। সেই কারণে স্ত্রীকে বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার ও হাত ভেঙে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।

ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা ইংলিশ বাজার শহরের ঝালঝলিয়া এলাকায়। গুরুতর আহত অবস্থায় স্ত্রী মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। ইংলিশ বাজার থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে দাদা ইংরেজবাজার থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here