মালদা ইংরেজবাজার পুলিশ ও উত্তর প্রদেশ পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার তিন অপহরণকারী

হক জাফর ইমাম(মালদা, পশ্চিমবঙ্গ): মালদা ইংরেজবাজার পুলিশ ও উত্তর প্রদেশ পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার তিন অপহরণকারী। রবিবার দুপুর ১২টা নাগাদ মালদা শহরের নেতাজি মোড় এলাকায় একটি নামি বেসরকারি হোটেলের সামনে থেকে তিন জনকে আটক করে পুলিশ।

জানা গিয়েছে, গত ৩দিন ধরে উত্তর প্রদেশ পুলিশের এনকাউন্টার স্পেশালিস্ট আরবাজ খাঁনের ৫ জন টিম মালদা শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছিল। মোবাইল ট্র্যাক এর মাধ্যমে তারা ফাঁদ পাতে মালদা নেতাজি মোড় এলাকায়। সেখানেই অপহরণের ঘটনায় পুলিশ ছদ্মবেশে ১০ লক্ষ টাকা দিতে যায় অপহরনকারীদের। এমন সময় একেবারে সিনেমার কায়দায় উত্তর প্রদেশ পুলিশ তিনজন অপহরণকারীকে আটক করে। হোটেল থেকে উদ্ধার করা হয় অপহরণ হওয়া দুই ব্যাবসায়ীকে। ইংরেজবাজার থানার পুলিশ ধৃতদের থানায় নিয়ে যায়। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষের ভিড় জমে নেতাজি মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা। ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ দিন আগে উত্তরপ্রদেশের অযোধ্যার দুই ব্যাবসায়ী হামিদ খান(৪৫) ও জুনেদ খানকে(৪৩) সৌদিআরব জাওয়ার জন্য ভিসা করে দিবে বলে মালদায় ডেকে অপহরণ করে দুস্কৃতিরা। জানা গিয়েছে, গত ১০ দিন ধরে অপহরণ করে দুই ব্যাবসায়ীকে বেসরকারী হোটেলে লুকিয়ে রেখেছিল অপহরণকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম, সালেখ সেখ(৩৫), আব্দুল হান্নান(৩০) ও চন্দু সেখ(৩৪)। এদের বাড়ি কালিয়াচক থানার বিভিন্ন এলাকায়। রবিবার ধৃতদের ৩ দিনের ট্রানজিট রিমান্ড চেয়ে মালদা জেলা আদালতে তোলা হয়। আজ তিন দিনের পুলিশি হেফাজতে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য উত্তরপ্রদেশ নিয়ে যাবে উত্তরপ্রদেশ থানার পুলিশ পুলিশ। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

error: Content is protected !!