সুদীপ্ত ঘোষঃ বাজারে স্মার্টফোনের চাহিদার জন্য একের পর এক নিত্যনতুন ফিচারযুক্ত স্মার্টফোন নিয়ে আসছে বিভিন্ন কোম্পানি । যার মধ্যে চীনা কোম্পানিগুলিকে টেক্কা দেওয়ার মধ্যে একমাত্র ভারতীয় কোম্পানি রিলায়েন্স জিও। তবে ভারতীয় বাজারে এখনও চাহিদা রয়েছে ফিচার ফোনের। একসময় নোকিয়ার মতো কোম্পানির তৈরী ফিচার ফোন বিশ্বের মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু সময়ের সাথে গ্রাহকের চাহিদা বুঝতে না পেরে আজ তারা ইতিহাস। অন্যদিকে অ্যপেল, গুগলের মতো কোম্পানির তৈরী স্মার্টফোন সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। গ্রাহকের সাথে সেই দূরত্ব কমাতেই গুগল নিয়ে এল নতুন ফিচার ফোন সহ সাধারণ মানের স্মার্টফোন। WIZPHONE WP006 মডেলের ফোনটি তৈরী করছে ইন্দোনেশিয়ার গুগলের রিসার্চ টিম। ভারতীয় মুদ্রায় ফোনটির দাম প্রায় ৫০০ টাকা হাওয়ায় এটি ভারতের বাজারে আসলে সবথেকে বেশি প্রতিযোগীতায় পড়বে রিলায়েন্সর জিওফোন।
গুগলের এই ফিচার ফোনটিতে ৪জি নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। মোবাইলটিতে কইওএস প্রসেসর ব্যাবহার করা হয়েছে বলে জানা গেছে গুগলের তরফে। এতে গুগল আসিস্ট্যান্ট এর জন্য আলাদা বাটন রয়েছে। এছাড়াও গান শোনা,ভিডিও দেখার সাথে সাথে হোয়াটসআপ,ফেসবুক, ইউটিউব এপ্লিকেশন ব্যবহার করা যাবে । ২.৪ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটিতে ১৮০০ এমএএইচ ব্যাটারি, ৪জিবি ইন্টারনাল স্টোরেজ, ৫১২এমবি র্যাম, ২মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ভিজিএ সেলফি ক্যামেরার সুবিধা রয়েছে ।
আশা করা যায় ফোনটি ভারতীয় বাজারে আসলে তার চাহিদার সাথে সাথে অন্যান্য কোম্পানিগুলিকেও টক্কর দেবে ।