পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ‘ব্রহ্মোস ইউনিট’র ইঞ্জিনিয়ার।

অর্ঘ্য  মাহাতোঃ দেশের সাথে বেইমানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে  আইআইটি প্রাক্তনী ও বর্তমানে ডিআরডিও ‘ব্রাহ্মস ইউনিট’র ইঞ্জিনিয়ার নিশান্ত আগারওয়ালকে । অভিযুক্ত ইঞ্জিনিয়ার  পাকিস্তানী গুপ্তচর সংস্থা আইএসআইকে সুপারসনিক মিসাইল ‘ব্রাহ্মস’-এর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ  করেছে বলে অভিযোগ।

  নাগপুরে  তার বর্তমান বাসস্থান ও অফিসে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র  সন্ত্রাসদমন স্কোয়াডের যৌথ অভিযানের পর তাকে গ্রেফতার করা হয় । ইউপি পুলিশের একজন অফিসার সংবাদসংস্থাকে জানালেন  যে   ”তার ব্যক্তিগত ল্যাপটপ  থেকে দুজন পাকিস্তানী মহিলার সাথে কথোপকথন ও তথ্য আদান-প্রদান করা হয় ।”

ভারতের ব্রহ্মপুত্র নদী ও রাশিয়ার মস্কোভা নদীর নামে নামাঙ্কিত ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্র বিশ্বের অন্যতম শব্দের চেয়ে  দ্রুতগামী ক্ষেপণাস্ত্র । রুশ ও ভারতের যৌথ প্রযুক্তিতে তৈরী এই ক্ষেপণাস্ত্রের গুরুত্ব ভারতীয় সুরক্ষায় অপরিসীম । ভূমি , জল , বায়ু থেকে উৎক্ষেপণযোগ্য  ‘ব্রহ্মোস’ ৪৫০ কিমি থেকে ৬০০ কিমি দূরত্ব পর্যন্ত  যেকোনো টার্গেটকে নূন্যতম সময়ে আঘাত হানতে পারে ।

আইআইটি রুড়কীর প্রাক্তনী ২৭ বছর বয়সী নিশান্তের ফেসবুক একাউন্ট থেকে জানা যায় যে , সে ২০১৭-১৮ সালে  যুব-বিজ্ঞানী পুরস্কার পেয়েছে । পুলিশ তার বিরুদ্ধে ডিফেন্স প্রজেক্টের গোপনীয়  অতি সংবেদনশীল তথ্য ব্যক্তিগতভাবে রাখার জন্য ও পাকিস্তানী আইপি এড্রেস ফেইসবুক একাউন্টের সাথে যোগাযোগ রাখার অভিযোগে কেস রেজিস্টার করেছে।

error: Content is protected !!