নেশাগ্রস্ত লরি চালক, অল্পেতে রক্ষা পেলেন বাইক আরোহী

কিষানকুমার মালি(চুড়াইবাড়ি)   নেশাগ্রস্ত লরি চালকের উন্মাদনায় অল্পেতে রক্ষা পেল এক বাইক আরোহী । ঘটনাটি ঘটেছে অসাম ত্রিপুরা সীমান্তের কাঠালতলী এলাকায়। শুক্রবার রাত এগারোটা নাগাদ কাঠালতলী ট্রাই জংশনে Tr02B 5622 নম্বরের বাইক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন জাহাঙ্গীর আলম । সেই সময় অসাম সীমান্ত থেকে ত্রিপুরার অভিমুখে আসা As 01Fc 9229 নম্বরের দ্রুতগামী একটি বারো চাকার লরি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই বাইকে সজোরে ধাক্কা মারে ।

অভিযুক্ত লরি চালক অর্থিকা দাস

সঙ্গে সঙ্গে কাঠালতলী থানায় জানানো হয় । তখন পুলিশ গাড়িটিকে সিগন্যাল দিলে চালক অর্থিকা দাস গাড়ি নিয়ে ত্রিপুরার দিকে পালিয়ে আসে ।  পরে পুলিশ ও উত্তেজিত জনতা গাড়িটিকে আটক করে চালককে মারধর করতে থাকে । তখন ত্রিপুরার জনগণ উত্তেজিত হয় কাঠালতলী মানুষের উপর। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কদমতলা ও কাঠালতলী থানার পুলিশ ।

দু রাজ্যের  উত্তেজিত জনগণকে সামাল দিতে হিমশিম খায় দু রাজ্যের পুলিশ প্রশাসন । এক সময় চরম উত্তেজনায় আসাম পুলিশকেও মারধোর করে উত্তেজিত জনতা । যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ অধিক নয় তবুও অধিক রাত পর্যন্ত দুরাজ্যের উত্তেজিত জনতাকে নিয়ে হিমশিম খায় পুলিশ ।

আহত বাইক চালক

অবশ্য কদমতলা থানার বড়বাবু পার্থ চক্রবর্তী সম্পূর্ণ ঘটনা শান্ত করেন এবং আয়ত্তে আনেন । নেশাগ্রস্ত চালককে কদমতলা থানায় নিয়ে আসা হয় । চালকের বিরুদ্ধে একটি মামলাও হাতে নেয় কদমতলা থানা।

error: Content is protected !!