সিপিএম বিধায়কের উপর হামলায় জড়িতরা বিজেপির কর্মী নন

আশিস মিয়াঁ(বিশালগড়) “যারা বিশালগড়ে সিপিএম বিধায়ক নারায়ন চৌধুরীর উপর হামলা করেছে তাঁরা কোনদিন বিজেপির কর্মী ছিলেন না। উদ্দেশ্য প্রনভিত ভাবে বিজেপির নাম প্রচার করছেন।“ শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে সিপিএম বিধায়কের উপর হামলার দায় অস্বীকার করে একথা বললেন কমলাসাগরে বিজেপির মন্ডল সভাপতি সুবীর চৌধুরি।

শুক্রবার মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে আয়োজিত সভা থেকে ফেরার পথে কমলাসাগরের রাস্তার মাথায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় কমলাসাগরের বিধায়ক নারায়ন চৌধুরী। বিধায়কের অভিযোগ, দুষ্কৃতীরা বর্তমান  শাসক দলের আশ্রিত। তবে তাদের কাউকেই চিনতে পারেননি বলে সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন।

বাম বিধায়কের করা এই অভিযোগ শনিবার উড়িয়ে দিয়েছে কমলাসাগর বিজেপি যুবমোর্চা । কমলাসাগর কেন্দ্রে বিজেপির যুব মোর্চার সাধারন সম্পাদক দিপতনু দাস জানিয়েছেন, বিধায়ক নারায়ন চৌধুরী যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। যুবমোর্চা কে কালিমালিপ্ত করতেই এই জঘন্য পরিকল্পনা করেছে সিপিএম। বিজেপি দলের কর্মীরা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করেনা।