জোর করে যুবককে মদ খাওয়ানোর চেষ্টা! তারপর…

আহত যুবক

হক জাফর ইমাম(মালদা) মদের আসরে বন্ধুর প্রাণনাশের চেষ্টা বন্ধুদের বিরুদ্ধে । আহত ব্যাক্তি বর্তমানে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । ঘটনাটি ঘটেছে মালদা বৈষ্ণবনগর থানার ১৬ মাইল এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । জানা গেছে আহত যুবকের নাম মিঠু সেখ (২৫) । বাড়ি কালিয়াচক থানা এলাকায়। পেশায় রাজমিস্ত্রি।

তার পরিবারের সদস্যরা জানায়, তাদের মধ্যে একটি পুরনো বিবাদ ছিল সেই বিবাদের জেরে শুক্রবার রাব্বি শেখ তার বন্ধু মিঠুকে ডেকে পাঠায়। এরপর তাকে ও তার পরিবারকে লক্ষ্য করে কুটুক্তি ও গালিগালাজ করতে থাকে । এবং জোরপূর্বক মিঠুকে মদ্যপান করতে বলে । তাতে অস্বীকার করলে তাদের মধ্যে শুরু হয় বচসা । অভিযোগ এর পরে রাব্বী শেখ মিঠুর ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর ও মদের আসরে থাকা বোতল দিয়ে মাথায় মেরে খুনের চেষ্টা করে । ঘটনায় চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে এলাকার লোকজন। আহত অবস্থায় ওই ব্যাক্তিকে  উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটায়  মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তর করা হয় । ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক । আহত পরিবারের পক্ষ থেকে  রাব্বি শেখ সহ ছয়জনের নামে মালদা বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে হালদা বৈষ্ণবনগর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here