কল্যানপুরে জনগনের পাশে প্রশাসনিক আধিকারিকরা

গোপাল ভট্টাচার্য(কল্যানপুর) শনিবার কল্যানপুর এলাকার বিভিন্ন সুযোগ-সুবিধা খাতিরে দেখলেন খোয়াই জেলার জেলাশাসক পঙ্কজ চক্রবর্তী, তেলিয়ামুড়ার মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য ও কল্যাণপুর ব্লকের ব্লক আধিকারিক শান্তনু বিকাশ দাস । জেলা শাসক প্রথমে কল‍্যানপুর গ্রামীণ গ‍্যাস বিতরণ কেন্দ্রের যাবতীয় নথিপত্র খাতিরে দেখেন। তাছাড়া কল‍্যানপুর বাজারের পাশে বসবাস কারী উজ্জ্বলা প্রকল্পের গ‍্যাস গ্রাহকদের বাড়িতে গিয়ে ও তাদের মতামত জানতে চেষ্টা করেন। দ্বারিকাপুর পঞ্চায়েতের PMGSY প্রকল্পের অধীনে পাওয়া বেনিফিশিয়ারি দের ঘর গুলোর কাজের অগ্রগতি খাতিরে দেখেন এই প্রশাসনিক কর্মকর্তারা। কল‍্যানপুর মাছ বাজারের পেছনের বাসিন্দারা জেলাশাসক এর কাছে অভিযোগ করেন জানান তারা মাছ পঁচা গন্ধে ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বাড়িতে থাকতে পারছেন না। জেলাশাসক আশ্বাস দিয়েছেন, যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যার সমাধান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here