একবিংশ শতাব্দীতে এসে সরকারকে আজও শিক্ষাগত পরিকাঠামো নিয়ে ভাবতে হচ্ছেঃ রাজ্যপাল

আগরতলাঃ “আমাদের দেশে প্রায় আট শতাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে কিন্তু তার দেশের জনসংখ্যার তুলনায় অনেক নগন‍্য । দেশের যুব সম্প্রদায়ের মধ্যে মাএ ১১ শতাংশ বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান । তাছাড়া আমাদের দেশের শিক্ষা গত পরিকাঠামো খুবই দুর্বল বলে উল্লেখ” । NIT আগরতলার একাদশ সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি।

 রাজ‍্যপাল আরও বলেন,  “একথা সত্য যে রাজনীতি দেশকে চালায়, ঠিক তেমনি একথাও সত্য যে মানুষ রাজনীতিকে চালায়। তাই দেশকে ঠিকঠাক চালাতে হলে ঠিকঠাক রাজনীতির প্রয়োজন । আর তাঁর জন্য প্রয়োজন আদর্শমান রাজনীতিবিদদের। যা আমাদের দেশে বিরল। যে কারনে একবিংশ শতাব্দীতে এসে সরকারকে আজও শিক্ষাগত পরিকাঠামো নিয়ে ভাবতে হচ্ছে।“

 রাজ্যপাল ছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী  বলেন, “আমেরিকার মতো দেশে ভারতীয় বৈজ্ঞানিকদের উপর নির্ভর করে । অথচ আমরা আজও বৈদেশিক জিনিস ব‍্যবহার করি। যাতে করে আমাদের দেশের শত শত কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে। তাই দেশকে স্বয়ম্বর করতে সুশিক্ষিত এই প্রযুক্তিবিদদের অগ্রনী ভূমিকা নিতে হবে।“

শনিবার, NIT আগরতলার একাদশ সমাবর্তন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যেপাল অধ‍্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব,মাদ্রাজ NIT এর অধিকর্তা, অধ‍্যাপক ভাস্কর রায়মূ্র্তি এবং NIT আগরতলার অধিকর্তা অধ‍্যাপক হরিশ কুমার শর্মা । সমাবর্তন অনুষ্ঠানে ৯৭৮ জন ছাত্রছাত্রীকে শংসাপত্র প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here