“জামাইবাবু এখানে আসুন”

কলকাতাঃ ”মা আমায় রক্ষা করুন।’ ‘প্রত্যেকবার আমায় এখানে ডাকতে না করি, তবুও মুখ্যমন্ত্রী মমতা দিদি শোনেন না । তাই এবার বাংলাতেই বলছি, আশাকরি এবার দিদি বুঝবেন” । শুক্রবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ২৪ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়কে অনুরোধ করেন “বিগ বি”। যদিও বিগ বি-এর এই অনুরোধে সঙ্গে সঙ্গে “না” করে দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়, অমিতাভ বচ্চন এবং  শাহরুখ খান  প্রদীপ জ্বালিয়ে কলকাতা  আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া বচ্চন, ইরানিয়ান পরিচালক মাজিদ মাজিদি, ওয়াহিদা রহমান, শাহরুখ খান, পরিচালক মহেশ ভাট  সহ বলিউডের অনান্য তারকারা।

সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, কোয়েল মল্লিক, সোহম সজিত মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, দেব, আবির চট্টোপাধ্যায়, নুসরত জাহান, প্রিয়াঙ্কা সরকার, তনুশ্রী সহ টলিউডের অন্যান্য তারকারা৷

এবছর বাংলা সিনেমার ১০০ বছর উপলক্ষে  মঞ্চে বাংলা ফিল্ম ডিরেক্টরি প্রকাশ করেন প্রকাশ করেন অমিতাভ বচ্চন। জামাইবাবু এখানে আসুন’। এভাবেই অমিতাভ বচ্চনকে পোর্ডিয়ামে ডাকলেন জুন মালিয়া। বক্তব্য রাখতে গিয়ে বিগ বি-এর গলায় উঠে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’ গানের কয়েক লাইন বলেন। তিনি বলেন, যারা সিনেমা নির্মাণের পিছনে থাকেন, অথচ একটা সিনেমার নির্মাণে তাঁদের ভূমিকা তারকাদের থেকে কম কিছু নয়। অমিতাভ বচ্চনের বক্তব্যে উঠে আসে সত্যজিৎ রায়, বিমল রায়, ঋষিকেষ মুখোপাধ্যায়ের মত খ্যতমানা ব্যক্তিত্বের কথা, যাঁরা শুধু বাংলা নয় ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে মহিরুহের মতো। ১৭ নভেম্বর পর্যন্ত চলবে কলকাতা  আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

error: Content is protected !!