মন্ডল সভাপতিকে গ্রেফতারের দাবীতে যুব কংগ্রেসের পথ অবরোধ

আগরতলাঃ ৯ বনমালিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল সভাপতি সহ তিনজনের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলার অভিযোগে তাদের গ্রেফতারের দাবীতে  শনিবার রাজধানীর মঠ চৌমুনি বাজারে পথ অবরোধে সামিল হয় যুব কংগ্রেস।  কিছুদিন আগে যুব কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করা হয়েছিলো। সেই সময় তাদের পক্ষ থেকে বলা হয়েছিলো যে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামবে। সেই মত তাঁরা ১১টার কিছু সময় পর থেকে মঠ চৌমুনি বাজারে পথ অবরোধে সামিল হয়। খবর পেয়ে ছুটে আসে পুলিশের বিশাল বাহিনী। দফায় দফায় কথা বলেন অবরোধকারীদের সঙ্গে। পরে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর অবরোধ তুলে নেয় যুব কংগ্রেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here