প্রায় দুমাস পর আজ খুললো দাড়িভিট উচ্চ বিদ্যালয়

গৌতম পাল(রায়গঞ্জ) গ্রামবাসী, ছাত্রছাত্রীদের অভিভাবক এবং সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার অর্থাৎ ১০ নভেম্বর থেকে ইসলামপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয় খোলার কথা হলেও মৃত দুই ছাত্রের পরিবার সরাসরি জেলাশাসকের হাতে তাদের দাবিপত্র ও স্কুলের চাবি তুলে দেওয়ার দাবিতে আজও স্কুল গেট বন্ধ করে রেখেছিল মৃত ছাত্রের পরিবারের আত্মীয়রা  ।  যদিও পরবর্তী সময়ে বেশ কিছু শর্তসাপেক্ষে মহাকুমা শাসকের হাতে স্কুলের চাবি তুলে দেন তাঁরা।

সর্বদলীয় বৈঠকের পর শনিবার স্কুল খোলার কথা ছিলো । কিন্তু সকালে শিক্ষক-শিক্ষিকারা পৌঁছালেও বিদ্যালয়ের গেট বন্ধ করে রেখেছিলেন মৃতের পরিবার। খবর পেয়ে  উত্তর দিনাজপুর  জেলাশাসকের নির্দেশে দাড়িভিট স্কুলে ইতিমধ্যেই পৌঁছে যান  ইসলামপুর মহকুমাশাসক মনীশ মিশ্র এবং ইসলামপুর বিডিও শতদল দত্ত,  বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল, এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বরাও । কথাও বলেছেন মৃত ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের পরিবারের লোকেদের সাথে । কিন্তু পরিবারের লোকেদের একটাই দাবি ছাত্র মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবি ও ধৃত গ্রামবাসীদের নিঃশর্ত মুক্তির দাবি তারা স্বয়ং জেলাশাসকের হাতে তুলে দিতে চান এবং তারপরেই স্কুল গেটের চাবি তার হাতেই তুলে দেবেন। তবে প্রায় ঘন্টা দেড়েক স্কুলের গেট বন্ধ রাখার পর শর্তসাপেক্ষে মহকুমাশাসক মনীশ মিশ্রের হাতে স্কুলের চাবি তুলে দেন মৃত ছাত্রদের আন্দোলনরত পরিবারের লোকেরা।

দীপাবলীর রাতে মোমবাতি মিছিল ও মানব বন্ধন করে মৃত দুই ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দাড়িভিট স্কুল খুলে দিয়ে ঘটনার সিবিআই তদন্তের দাবিতে আন্দলনে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন ইসলামপুরের দাড়িভিট গ্রামের বাসিন্দা ও স্কুল ছাত্রছাত্রীদের অভিভাবকেরা । এরপর গত ৮ নভেম্বর স্কুলের পঠন পাঠন পুনরায় সুষ্ঠুভাবে চালানোর জন্য ইসলামপুর মহকুমাশাসকের উপস্থিতিতে একটি সর্বদলীয় বৈঠকও হয় । পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আজ স্কুল খোলার কথা থাকায় বেশ কিছু ছাত্রছাত্রী ও শিক্ষক দাড়িভিট উচ্চ বিদ্যালয়ে আসলেও মৃত ছাত্রদের পরিবার গেট বন্ধ করে বিক্ষোভ আন্দোলন করায় স্কুলে প্রবেশ করতে পারেনি তারা। যদিও ইসলামপুর মহকুমাশাসক ও ইসলামপুর বিডিও তাদের সাথে কথা বলে স্কুল খোলার চেষ্টা করেই চলেছেন। তবে মৃত ছাত্র তাপস ও রাজেশের মায়েরা জেলাশাসক ঘটনাস্থল অর্থাৎ দাড়িভিট স্কুলে না আসা পর্যন্ত স্কুল খুলতে দেবেন না বলে জানিয়েছিলেন পরিবারের লোকেরা। প্রায় ঘন্টা দেড়েক পরে অনেক আলাপ আলোচনার পর শর্তসাপেক্ষে ইসলামপুর মহকুমাশাসকের হাতে স্কুলের চাবি তুলে দিয়ে আপাতত আন্দোলন স্থগিত রাখেন মৃত ছাত্রদের পরিবার । ফলে দাড়িভিট স্কুলে পুলিশ ছাত্র সংঘর্ষে দুই প্রাক্তন ছাত্রের মৃত্যুর প্রায় দুমাস পর আজ খোলা হলো স্কুলের গেট। চালু হল দাড়িভিট স্কুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here