ফিল্ম উৎসবে মেতে উঠতে প্রস্তুত শহরবাসী

স্টাফ রিপোর্টার(কলকাতা) দুর্গাপুজোর পর দিপাবলী শেষ হয়ে গেলেও   শহরবাসী এখনও মজে রয়েছে ফেস্টিভ মুডে। কথায় আছে বাঙালীর বারো মাসে তেরো পার্বণ। এই কথাটি আজকের দিনে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে।

শনিবার থেকে শুরু হচ্ছে ২৪ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। মমতা বন্ধোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর কলকাতা চলচ্চিত্রউৎসব এক অন্য আকার নিয়েছে। শনিবার বিকেল ৪টেয় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে অমিভাভ বচ্চনের হাত ধরে শুভ সূচনা হবে এই উৎসবের।

অমিতাভ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন একঝাঁক বলিউজ-টলিউডের তারকারা। থাকছেন জয়া বচ্চন, শাহরুখ খান, ওয়াহিদা রহমান, সঞ্জয় দত্ত, মাজিদ মাজিদি সহ অনান্য তারকারা ।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন ভিভিআইপিরা। সেই জন্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা  হয়েছে।

এবছর ১৬টি প্রেক্ষাগৃহে ৭০টি দেশের ১৫০০টি মধ্যে বাছাই করা ১৭১টি পূর্ণাঙ্গ চলচ্চিত্র ও ১৫০টি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ও তথ্যচিত্র দেখানো হবে।

error: Content is protected !!