গৌতম পাল(রায়গঞ্জ) দাড়িভিট স্কুল খোলার পরের দিনই ফের সি আই ডির কাছ থেকে হাজিরার চিঠি পেলেন নিহত ছাত্র রাজেশ সরকারের কাকা কৃপানাথ সরকার। সোমবার ইসলামপুর থানায় গিয়ে সি আই ডির সঙ্গে দেখা করার কথা লেখা রয়েছে সেই চিঠিতে । যদিও,সিবি আই তদন্ত ছাড়া অন্য কোন তদন্তে ভরসা নেই বলেই জানিয়েছেন রাজেশের পরিবারের সদস্যরা । ফলে সোমবার তারা সি আই ডির তদন্তে সাড়া দেবেন না বলেই মনস্থির করেছেন ।
