বিজেপি সরকার রাজ্যে গণতন্ত্র রক্ষায় সর্বত্র চেষ্টা করছেঃ সুব্রত চক্রবর্তী

আগরতলাঃ সিপিআইএমের দুই দফা দাবির বিরুদ্ধে এবার সোচ্চার হলো বিজেপি। রবিবার বিজেপি দলের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে  বিজেপি দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী রাজ্য সিপিআইএম দলের দুই দফা দাবির বিরুদ্ধে সোচ্চার হন।  শনিবার দুই দফা দাবি নিয়ে সিপিআইএম রাজ্য কমিটির এক প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে দেখা করে।

foodzone
foodzone

সিপিএমের প্রতিনিধি দলের দাবী ছিলো, প্রথমত সিপিআইএম দলের কর্মী-সমর্থকদের জোত জায়গায় তৈরি দলীয় অফিস গুলো খুলতে সহায়তা করা।  দ্বিতীয়ত সিপিআইএম দলের যে সকল পার্টি অফিস গুলোর সিংহভাগ ভূমির উপর তৈরি তা রক্ষার ব্যবস্থা নেওয়া।

সিপিআইএম দলের দুটো দাবির পরিপ্রেক্ষিতে বিজেপি দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন “বিজেপি সরকার রাজ্যে গণতন্ত্র রক্ষায় সর্বত্র চেষ্টা করছে। সিপিআইএম নেতৃত্বে মানুষের সহানুভূতি আদায়ের জন্য নতুন নাটক করছে”। দ্বিতীয়ত সরকারি খাস ভূমি শুধুমাত্র উন্নয়নের কাজে লাগানো হবে তাই খাস ভূমির উপর কোন রাজনৈতিক দলের অফিস থাকা কোন ভাবেই সম্ভব নয়।

error: Content is protected !!