আগরতলাঃ সিপিআইএমের দুই দফা দাবির বিরুদ্ধে এবার সোচ্চার হলো বিজেপি। রবিবার বিজেপি দলের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিজেপি দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী রাজ্য সিপিআইএম দলের দুই দফা দাবির বিরুদ্ধে সোচ্চার হন। শনিবার দুই দফা দাবি নিয়ে সিপিআইএম রাজ্য কমিটির এক প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে দেখা করে।
