সরকারি ভবনে আরএসএস শাখা চলবে না

মধ্যপ্রদেশঃ সরকারি ভবনে আরএসএসের শাখা চলবেনা। এমনটাই বলা হয়েছে মধ্যপ্রদেশের কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে। ইস্তাহারে বলা হয়ছে যে, মধ্যপ্রদেশে ক্ষমতায় আসলে, আরএসএস শাখাকে সরকারী ভবনে করতে দেওয়া হবে না।

এতে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারীকে আরএসএস শাখায় যোগ দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল তা বাতিল করা হবে।

ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের সভাপতি কামাল নাথ, রাষ্ট্রীয় প্রচারণা কমিটির সভাপতি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং উপস্থিত ছিলেন। যদিও কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে হিন্দুত্বের প্রভাব লক্ষণীয়।

ইস্তাহারে রাজ্যে সংস্কৃত ভাষার প্রচারে “আধ্যাত্নিক বিভাগ” চালু করার কথা বলা হয়েছে । ভগবান রাম ১৪ বছরের নির্বাসনের সময় যে পথ অতিক্রম করেছিলেন সেই “রাম পথ” বিকাশের কথাও বলা হয়েছে। সেখান ‘গৌমূত্র’ ও “কান্দা”(ঘুটে)-র উৎপাদনের উন্নয়ন করার দাবি করা হয়েছে।

কংগ্রেসের ইস্তাহারের প্রতিশ্রুতি অনুযায়ী, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে “গোশালা” স্থাপনের এবং আহত গরুদের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে হবে । পাশাপাশি ইস্তাহারে হিন্দুদের পবিত্র বলে বিবেচিত নর্মদা নদীর সংরক্ষণের জন্য বেশ কয়েকটি পদক্ষেপের তালিকা দেওয়া হয়েছে।

২৪শে নভেম্বর মধ্যপ্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল ১১ই ডিসেম্বর প্রকাশিত হবে। রাজ্যে বিগত ১৫ বছর ধরে  বিজেপি ক্ষমতায় আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here