রাজ্যপাল,মুখ্যমন্ত্রীর কাছ থেকে সম্মান পেয়ে আপ্লুত ধর্মনগরের সৌভিক

প্রতীক নাথ(ধর্মনগর) :  ধর্মনগরের গর্ব  সৌভিক ভৌমিক পিতা এনআইটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ সে ৯০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথম স্থান পাওয়ায়  শনিবার রবীন্দ্র ভবনে তাঁকে সম্মান জানানো হয়।

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছিলেন রাজ্যে পাল কাপ্তান সিং সোলাঙ্কি অধিকর্তা হরিশ কুমার শর্মা অধ্যাপক রামমূর্তি বক্তব্য রাখতে গিয়ে বলেন, সৌভিক এনআইটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ  ধর্মনগর তথা ত্রিপুরা রাজ্যেকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে। সে তার মা-বাবার মুখ উজ্জ্বল করবে। অনুষ্ঠানে সৌভিক ভৌমিককে সোনার মেডেল  ও সার্টিফিকেট প্রদান করেন রাজ্যের গভর্নর কাপ্তান সিং সোলাঙ্কি। আর এই সম্মান পেয়ে যথেষ্ট খুশি সৌভিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here