ভোটগ্রহনের সকাল থেকেই উত্তপ্ত ছত্তীশগঢ়, বিস্ফোরণে কাঁপল দান্তেওয়ারা

ছত্তীশগঢ়ঃ মাওবাদী হামলার মধ্যে দিয়ে সোমবার সকাল থেকে  ছত্তীশগঢ়ে শুরু হয়েছে ভোটগ্রহণ। সোমবার প্রথম দফায় ছত্তীসগঢ়ের ৮টি জেলায় সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহন। ভোটগ্রহনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকলেও ভোট শুরুর আগেই দান্তেওয়ারাতে আইডি বিস্ফোরণ ঘটালো মাওবাদীরা।

 কাটেকল্যাণ ব্লকের টুমাকপাল ক্যাম্পের কাছে বিস্ফোরণ ঘটানো হয় । যেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেখান থেকে ভোটকেন্দ্রের দূরত্ব  দেড় কিলোমিটার দূরে । আইডি বিস্ফোরণের পাশাপাশি এলাকার একাধিক রাস্তা কেটে দিয়েছে মাওবাদীরা।  প্রথম দফায় যে আটটি জেলায় ভোট হবে সেই জেলার মধ্যে ১৮টি কেন্দ্র অতিস্পর্শকাতর। প্রথম দফার ভোটে মোতায়েন করা হয়েছে প্রায় এক লক্ষ নিরাপত্তারক্ষী। পাশাপাশি ড্রোনের মাধ্যমে চারিদিকে নজর রাখা হবে।

সোমবার  খেরগড়, ডোংরা, রাজনন্দগাঁও, ডোংরাগাঁও, খুজি, মোহাল মানপুর, আন্তাগড়, ভানুপ্রতাপপুর, কাঁকের, কেশকাল, কোন্ডাগাঁও, নারায়ণপুর, বস্তার, জগদলপুর, চিত্রকোট, দান্তেওয়ারা, বিজাপুর, কোন্টা আসনে ভোটগ্রহন হচ্ছে ।

১৮ টি কেন্দ্রে  মোট ভোটারের সংখ্যা ২৯ লক্ষের উপর।  রাজ্যের বিশেষ ডিজি ডি এম আবস্তি জানিয়েছেন, প্রথমদফার ভোটে নিরাপত্তার কথা মাথায় রেখে ১ লাখ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আধা সেনাও।

error: Content is protected !!