“কর্নাটকের মানুষের জন্য এ এক বিরাট ক্ষতি”

বেঙ্গালুরু: প্রয়াত হলেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৯ বছর। বেশ কিছুদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। অবশেষে রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজেপির এই বর্ষীয়ান নেতা। কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার পরেই শোক প্রকাশ করে পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অনান্য রাজনীতিবিদরা।

“দেশের কাছে বিশেষ করে কর্নাটকের মানুষের জন্য এ এক বিরাট ক্ষতি । তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি সমমবেদনা রইল”। টুইটে শ্রদ্ধা জানিয়ে একথা লিখেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন,   ‘তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর রাজনৈতিক জীবন প্রশংসার দাবি রাখে।’ খুব কম বয়স থেকে মানুষের জন্য কাজ করতে শুরু করেন তিনি।

প্রয়াত মন্ত্রীর মৃত্যুর খবর পেয়ে কার্যত ভেঙ্গে পড়েছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।  শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন,  ”অনন্ত কুমার ছিলেন দেশের রাজনৈতিক নেতাদের মধ্যে অন্যতম। নিজের কাজ দিয়েই পেয়েছিলেন জনপ্রিয়তা। তাঁর মৃত্যুতে দীর্ঘদিনের বন্ধুকে হারালাম।”

প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ রাখা থাকবে বেঙ্গালুরুর ন্যাশনাল কলেজে। প্রয়াত মন্ত্রী অনন্ত কুমার ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী। তিনি উত্তর বেঙ্গালুরু লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হতেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কর্ণাটকে।

error: Content is protected !!