ভুয়ো আইডি দিয়ে রমরমিয়ে তৎকাল টিকিটের ব্যবসা! কিন্তু আচমকাই পাল্টে গেলো সব

সৌমাল্য ব্যানার্জি(হলদিয়া) আইআরসিটির ওয়েবসাইটে ভুয়ো ব্যক্তিগত আইডি বানিয়ে রিজার্ভেশন টিকিট ও তৎকাল টিকিটের ব্যবসা করার অভিযোগে হলদিয়ার এক ট্রাভেল এজেন্সির মালিককে গ্রেপ্তার করল আরপিএফ । ধৃতের নাম সুকর্ণকান্তি দাস।  বাড়ি হলদিয়ার হাতিবেড়িয়া এলাকায়। ধৃতকে সোমবার তমলুক জেলা আদালতে তোলা হবে।

রেল পুলিস সূত্রে জানা গিয়েছে, রেলের আইআরসিটি ওয়েবসাইটে যেকোনও ব্যক্তি আইডি বানিয়ে মাসে সাতটি রিজার্ভেশন টিকিট , তৎকাল ও প্রিমিয়াম তৎকাল টিকিট কাটতে পারেন। ওই টিকিট যিনি কাটবেন তিনি কিংবা তাঁর নিকট আত্মীয় ব্যবহার করতে পারেন। ব্যবসায়িকভাবে ওই টিকিট অন্য কাউকে বিক্রি করা আইনত অপরাধ।

কিন্তু ধৃত ব্যক্তি হলদিয়ায় দাস ট্রাভেল এজেন্সি খুলেছিল। এরপর সেখানে একের পর এক ভুয়ো নামে ব্যক্তিগত আইডি তৈরি করে প্রতিটি অ্যাকাউন্ট থেকে মাসে সাতটি করে টিকিট কাটতে শুরু করে। গত এক বছরে মোট ২১ লক্ষ ৭১ হাজার ৯৮১ টাকার টিকিট কাটে।

বিভিন্ন সূত্র মারফৎ খবর পেয়ে রেল পুলিসের বিশেষ দল রবিবার দুপুরে ওই ট্রাভেল কোম্পানির অফিসে হানা দেয় । ওই দলে আরপিএফের সিআইবি(ক্রাইম ইনটেলিজেন্স ব্রাঞ্চ)টিমের ইনস্পেক্টর সুরেশ কুমার, সিকিউরটি কন্ট্রোল বিভাগের ইনস্পেক্টর বি কে যাদব, আরপিএফের তমলুক পোস্ট কমান্ডার তপনকুমার রায় সহ মোট ১৩জন ছিলেন। এরপর ওই অফিস থেকে ১৮,৩১৫ টাকা মূল্যের পাঁচটি তৎকাল টিকিট, আগেকার ৮১টি তৎকাল টিকিটের পিএনআর নম্বরের কাগজ, একটি কম্পিউটার ও প্রিন্টার ছাড়াও নদগ ১৬,৩৩০টাকা বাজেয়াপ্ত করে। তাঁর একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক বছরের টিকিট কাটার লেনদেনের হিসেব দেখে আরপিএফের কর্তাদের চোখ কপালে ওঠে। কারণ এক বছরে কেবলমাত্র ওই অ্যাকাউন্টে টিকিট কাটার জন্য লেনদেন হয়েছে ১৯ লক্ষ ৪১ টাকা ।

আরপিএফের তমলুক পোস্ট কমান্ডার তপনকুমার রায় বলেন, ব্যক্তিগত আইডিতে কাটা টিকিট কেবলমাত্র নিকট আত্মীয়রা ব্যবহার করতে পারেন । ওই টিকিট কোনওভাবেই ব্যবসায়িকভাবে অন্যকে বিক্রি করা যায়না। ওই টিকিটের নিচে লেখাও রয়েছে। কাউকে ব্যবসায়িক ভিত্তিতে করতে হলে আইন মেনে এজেন্সি নিতে হয়। কিন্তু ধৃত ব্যক্তি বছরের পর বছর ধরে সমস্ত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ভুয়ো আইডি বানিয়ে দুর্নীতি চালিয়ে যাচ্ছিল।

গোপনসূত্রে খবর পেয়ে আরপিএফের বিভিন্ন বিভাগের বিশেষ দল অভিযান চালিয়ে বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here