অমৃতসরে ধর্মীয়স্থানে বিস্ফোরণ,নিহত ৩

ছবি সৌজন্যে-এএনআই

চণ্ডীগড়ঃ বিস্ফোরণে কেঁপে উঠলো অমৃতসর । রবিবার সকালে অমৃতসরের রাজশাহী গ্রামের কাচে নিরনকারী ভবনের সামনে বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ২০ জনের উপর। এমনটাই খবর এএনআই সূত্রে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে যে, সকালে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন এই হামলা করা হয়। গ্রেনেড,গুলি ছোড়া হয় বলে জানা গেছে। সংবাদ সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে আততায়ীরা মোটরবাইকে করে এসে আচমকাই ভবনের সামনে গ্রেনেড হামলা চালায় তারা । সঙ্গে নিরীহ মানুষকে লক্ষ করে গুলি চালায় তারা। এই ঘটনার পর অমৃতসর জুড়ে হাইঅ্যালার্ট জারি করা হয়েছে। আততায়ীদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here