রাখি সাওয়ান্ত হলেন একজন অপদার্থ মহিল

ওয়েব ডেস্কঃ রাখি সাওয়ান্ত আবারও চর্চায় এবং সেটা আবার ওনার নেগেটিভ কমেন্ট এর জন্য।  রাখি সাওয়ান্তকে বলিউডের একজন বিতর্কমূলক সেলিব্রেটি হিসাবে গণ্য করা হয়  এবং ওনার কমেন্ট সব সময় কোন না কোন বিতর্কের সূচনা করে।

 কিছুদিন আগে যখন বলিউড অভিনেত্রী সানি লিওনকে তার ভক্তরা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন  যমজ সন্তান জন্ম দিয়েছেন বলে । ঠিক তারপরেই রাখি সাওয়ান্ত এমন কিছু মন্তব্য করলেন  মিডিয়ার সামনে যা এককথায় আশ্চর্যের। তিনি  বলেন সানি লিওনকে বলিউড থেকে বেড়িয়ে যেতে। বলিউড ওনার জায়গানা । রাখির মতে ছোট ড্রেস এবং এক্সপোজ করার ট্রেন্ড যেটা সানি লিওন বলিউডে নিয়ে এসেছে।  তার জন্য নাকি বাকিদেরও এমন পোষাক পড়তে হচ্ছে।

কারণ মানুষের চাহিদা এখন এমন হয়ে গেছে। রাখি সাওয়ান্তে প্রত্যুত্তরে সানি লিওন জানিয়েছেন, এসব আনপ্রফেশনাল এবং ব্যাসলেস কথাবার্তায় ওনার কিছু যায় আসে না। যে যা খুশি তাই বলতে পারে এখন এটাই দেখার রাখি এর উত্তরে কি বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here