মুখ্যমন্ত্রীকে ভুল তথ্য দেওয়ার অভিযোগে বরখাস্ত ২ আধিকারিক

আগরতলাঃ রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজ্ঞাপনের টাকার বিষয়ে ভুল তথ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বিভান্ত্র করার অভিযোগে চাকরি থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হলো রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা বিষ্ণু দাস এবং সিনিয়র ইনফরমেশন অফিসার প্রমোদ আচার্যী।

foodzone

প্রতিবছর পুজোর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের বকেয়া টাকা মিটিয়ে দেয় রাজ্য সরকার। এবছরও তার ব্যাতিক্রম হয়নি। বকেয়া মেটানোর জন্য ১ অক্টোবর ১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিলো। কিন্তু ৩ নভেম্বর পর্যন্ত অনেক সংবাদ মাধ্যম তাদের বকেয়া টাকা পায়নি। এই নিয়ে তথ্য সংস্কৃতি দফতরেও অভিযোগ জানানো হয়েছিলো। এরপর বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে গেলে মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি খতিয়ে দেখেন। এবং রাজ্য সরকারের করা প্রাথমিক তদন্তে দেখা যায় যে ওই দুই আধিকারিক মুখ্যমন্ত্রীকে ভুল তথ্য দিয়েছেন। এরপরেই ওই দুই আধিকারিককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

error: Content is protected !!