মধ্যবিত্তদের জন্য সুখবর শোনালো রাজ্য সরকার

২০১৮ সালে দেশের নিম্নবিত্তদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিলেন বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত। শুধু নিম্নবিত্ত নয়, এর পাশাপাশি এবার দেশের মধ্যবিত্তদের জন্যও একটি স্বাস্থ্য বিমা প্রকল্প আনতে চলেছে মোদী সরকার।

মধ্যবিত্তদের জন্য এবার খুশীর খবর শোনালো মোদী সরকার। ‘হেলথ সিস্টেম ফর নিউ ইন্ডিয়া’ এই নামে  নতুন স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। নিন্মবিত্তদের পাশাপাশি এবার মধ্যবিত্তরাও এই নতুন স্বাস্থ্যবিমার আওতায় আসবেন। ২০১৮ সালে নিন্মবিত্তদের জন্য বিশ্বের সব থেকে বড় আয়ুস্মান ভারত নামেস্বাস্থ্য বিমা প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের আওতায় দেশে উপকৃত হয়েছেন প্রায় কয়েক লক্ষ মানুষ। আয়ুস্মান ভারতের ব্যাপক হারে সাফল্যের পর এবার মধ্যবিত্তদের জন্য নতুন প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্প চালু হলে দেশের ৫০ শতাংশ মধ্যবিত্ত এই প্রকল্পের আওতায় আসবেন বলে আশা করছে কেন্দ্রীয় সরকার।  এই  প্রকল্পটি চালু হলে মাত্র ২০০-৩০০ টাকা প্রিমিয়ামে মধ্যবিত্তরা পাবেন চিকিত্সার সুবিধা। নতুন এই স্বাস্থ্য বিমা প্রকল্প নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে নীতি আয়োগ। দেশে মধ্যবিত্তদের জন্য কোনও স্বাস্থ্য বিমা নেই, একথা মাথায় রেখেই এই প্রকল্প আনা হচ্ছে।

error: Content is protected !!