অসম নয় গোটা দেশেই হবে জাতীয় নাগরিক পঞ্জি।

শুধু অসম নয় গোটা দেশেই হবে জাতীয় নাগরিক পঞ্জি। বুধবার রাজ্যসভায়  বক্তব্য রাখতে গিয়ে একথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সারা দেশের পাশাপাশি অসমেও আরও একবার হবে এন আর সি। রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন,  পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ এবং জৈন ধর্মাম্বলী মানুষদের নাগরিকত্ব দিতেই সরকার নাগরিকত্ব সংশোধনী বিল আনতে চলেছে। পাশাপাশি দেশবাসীকে আশ্বস্ত করে তিনি জানিয়েছেন এন আর সির প্রশ্নে কোন নিদিষ্ট ধর্মের মানুষের চিন্তার কোন কারন নেই। ধর্ম, বর্ণ নির্বেশেষে মানুষের উপর দেশজুড়ে এনআরসি চলবে। কিন্তু অসমে ফের কেন এন আর সি হবে? সেই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন,  সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নিয়মে অসমে এনআরসি হয়। কিন্তু দেশজুড়ে যখন এনআরসি চলবে, সেই নিয়ম অসমেও কার্যকর হবে। তবে, ফের স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা, কোনও নির্দিষ্ট ধর্মের মানুষের এ নিয়ে চিন্তার কারণ নেই।

error: Content is protected !!