মহারাজগঞ্জের পর বটতলা বাজারে অভিযান সরকারি আধিকারিকদের

আগরতলাঃ মহারাজ গঞ্জের পর মঙ্গলবার সকালে বটতলা বাজারে  আচমকাই অভিযান চালালো সদর মহকুমা শাসক সহ খাদ্য দপ্তরের আধিকারিকরা। বিগত কয়েকদিন ধরেই আলু, পেঁয়াজ সহ অন্যান্য সব্জিকে ঘিরে রীতিমতো নাভিশ্বাস প্রত্যেক গৃহস্থের ঘরেই। বিশেষ করে পেঁয়াজের বাজার তো রীতিমতো অগ্নি মূল্য।  এদিন সদর মহকুমা শাসক অসীম সাহা বটতলা বাজারে অভিযান চালাতেই পেয়াজের কেজি চলে এলো ৭৫ টাকা দরে। আলুর দাম ও দেখলেন খতিয়ে তিনি। ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বটতলা বাজারে কেজি প্রতি আলু। পাশাপাশি অন্যান্য সবজির দামের বিষয়ে ও তদারকি করেন তিনি। সংবাদ মাধ্যমের সামনে এস ডি এম অসীম সাহা জানিয়েছেন, বাজারে একটা হই হই রব উঠেছে বিভিন্ন জিনিসের ঊর্ধমুখী দাম নিয়ে। বিশেষ করে এর মধ্যে রয়েছে পেয়াজ, আলু। তাই তিনি নিজে এসে এই সব গুলির বাজার মূল্য দেখলেন। পাশাপাশি কথা ও বললেন ব্যবসায়ীদের সঙ্গে যাতে বাজারটা নিয়ন্ত্রণে রাখা যায় ।

error: Content is protected !!