পুলিশ যা করলো তা শুনলে আপনার বুক গর্বে ফুলে উঠবে

স্টাফ রিপোর্টার(রানিরবাজার) মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজনৈতিক রঙ না দেখে দোষীদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে নেশা সামগ্রী দ্রব্য বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার হয়েছে অনেকেই। সোমবার প্রচুর পরিমানে ফ্যান্সিডিল উদ্ধার করলো রানিরবাজার থানার পুলিশ। ডি.কে পেট্রোল পাম্পের সামনে থেকে ML02N1178 নম্বরের একটি ১০ চাকা চাল বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমানে ফ্যান্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফ্যান্সিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ লক্ষ টাকা বলে জানা গেছে। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজনের নাম হলো বিকাশ দেব,বাড়ি রাজধানীর প্রতাপগড় এলাকায়। অপর আরেকজনের নাম আশিস মিয়াঁ। তাদের জেরা করে জানতে পারা গেছে ঘটনার পর থেকে পলাতক ট্রাকের চালক। ঘটনার বিষয়ে জানতে রানিরবাজার থানার পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয় পেট্রোল পাম্পের মালিক জয়দীপ পোদ্দারের সঙ্গে। কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে বারবার জয়দীপ বাবুকে দেখা করতে বললেও তিনি পুলিশের সঙ্গে দেখা করেননি। এমনকি পেট্রোল পাম্পের মালিক জয়দীপ বাবুকে দেখা করার কথা বললেও তিনি দেখাই করেননি। এও জানা গেছে প্রতিদিন সকালে পাম্পের মালিক পাম্পে আসলেও আজ সকাল থেকে একটি বারের জন্যও তাকে দেখা যায়নি পাম্পে। আর এখানেই সন্দেহ বাড়ছে পুলিশের। তাহলে কি এই ঘটনার সঙ্গে মালিকের কোন যোগ রয়েছে? কেন তিনি দেখা করছেন না পুলিশের সঙ্গে? তাহলে কি ডাল মে কুছ কালা হ্যা?

error: Content is protected !!