কিভাবে উন্নয়ন করা যায় সেটাই এখন আমাদের সব থেকে বড় কর্তব্য

অয়ন মজুমদার(কৈলাশহর) বিরোধী দলের প্রার্থী বিজেপিতে যোগদান করায় কৈলাশহর মহকুমার চন্ডীপুর ব্লকের সমরুরপার গ্রাম পঞ্চায়েত সমেতি চলে এলো বিজেপির দখলে। আসন্ন ত্রিস্তরিয় গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচনে কৈলাশহর মহকুমার বেশীরভাগ পঞ্চায়েতে জয়লাভ করে বিজেপি মনোনীত প্রার্থীরা। চন্ডীপুর ব্লকের অধীন ১৩ সদস্য বিশিষ্ট সমরুরপার গ্রাম পঞ্চায়েতের ৬টি আসনে নির্বাচন হয়।  সেই ৬টি আসনে জয়লাভ করে বিজেপি সমর্থিত প্রার্থীরা। পরে তৃণমূলের এক সদস্য বিজেপি দলে যোগদান করায় গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে চলে আসে। সোমবার বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজয়ী পঞ্চায়েতের সদস্যদের  সমরুরপার গ্রামপঞ্চায়েতের অফিস গৃহে শপথবাক্য পাঠ করান পঞ্চায়েত দপ্তরের এসিটেন্ট ডিরেক্টার সুদীপ্ত কর। শপথগ্রহন অনুষ্ঠানের পর এক বিশেষ সভার মাধ্যমে  পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নির্বাচন করা হয়। পঞ্চায়েত সমেতির প্রধান নির্বাচিত হন দিলিপ দাস ও উপপ্রধান নির্বাচিত হন মঞ্জু কৈরি।  সমরুরপার গ্রামপঞ্চায়েতের উন্নয়ন এবং কিভাবে উন্নয়ন করা যায় সেটাই এখন আমাদের সব থেকে বড় কর্তব্য । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন সমরুরপার গ্রামপঞ্চায়েতের নতুন প্রধান দিলিপ দাস।  এখন এটাই দেখার যে বিরোধীদের হাত থেকে শাসকের হাতে পঞ্চায়েতের ক্ষমতা যাওয়ার পর কতটা উন্নয়নমূলক কাজ হয় সমরুপার গ্রাম পঞ্চায়েতে।

error: Content is protected !!