ত্রিপুরাবাসীকে সুরক্ষিত রাখা আমার প্রধান দায়িত্ব!

আগরতলাঃ “উত্তর-পূর্বের প্রতিটি রাজ্যের কৃষ্টি,সংস্কৃতি সুরক্ষিত রাখার জন্য প্রধানমন্ত্রী তাঁর ভাষনে স্পষ্টতার সঙ্গে উল্লেখ করেছেন উত্তর-পূর্বের যে রাজ্য গুলি আছে তাঁদের সাথে আলোচনা ক্রমে নাগরিকত্ব আইন হোক অনান্য বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে।“ বুধবার নাগরিকত্ব বিল নিয়ে সাংবাদিক সম্মেলনে অংশ নিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন “ত্রিপুরার জাতি-উপজাতির মধ্যে কৃষ্টি,সংস্কৃতি,শিক্ষা,ভূমি এইসব কিছুর দায়িত্ব ত্রিপুরাবাসী আমার এবং আমার মন্ত্রী সভার কাছে দিয়েছেন। আর এইগুলোকে রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমার নিজের কাছে ব্যাক্তিগত ভাবে রয়েছে। আর এগুলো রক্ষা করা আমার প্রধান কর্তব্য। ত্রিপুরা রাজ্যে যদি কোন অন্যায় বা অবিচার হয় তাহলে সেটা প্রথম আমার সঙ্গে হবে তারপর ত্রিপুরা রাজ্যের মানুষের সাথে হবে।“

error: Content is protected !!