চলে গেলো পুকুলি

পিয়ালী বসু রায় :   ৯ ফেব্রুয়ারি জগতের মায়া কাটিয়ে চলে গেল  বছর  ৬- এর পুকুলি। অত্যন্ত আদরের এবং সর্বক্ষনের সঙ্গী ছিল সে।

   স্বভাবে যেমনি হোক না কেন তার মধ্যে এক আশ্চর্য অভিব্যক্তি ফুটে উঠতো ঠাকুরের গান শুনলে। চুপ করে এক জায়গায় বসে গভীর মনোযোগের সাথে ঠাকুরের নাম গান শুনতো সে। বাড়ির পোশা কুকুর নয় যাদবপুর নিবাসী অনিন্দিতা ভট্টাচার্যের নিজের “মেয়ে” ছিলো সে। যে কিনা ছিলো তার সর্বক্ষনের  ছায়াসঙ্গীনি। যাকে আঁকড়েই ছয় বছরের একাকীত্ব দূর করেছিলেন অনিন্দিতা। কিন্তু ,  অবশেষে ৯ ফেব্রুয়ারি অনিন্দিতার বাড়িতে নেমে এলো শোকের ছায়া। এদিন ইহোলোকের  সমস্ত মায়া কাটিয়ে চলে গেল “পুকুলি “।

     মৃত্যুর পর  অনিন্দিতা বাড়ির সামনের স্থানেই অতি যত্নে কবর দেওয়া হয় তাঁকে।  ১১ ফেব্রুয়ারি,  সোমবার তার আত্মার শান্তি কামনার উদ্দেশ্য নারায়ণ পূজা ও শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়।

error: Content is protected !!