সংসদে ৮৫ শতাংশ কাজের পর বিদায় নিচ্ছি

নয়াদিল্লীঃ ”তিন দশক পর একক সংখ্যাগরিষ্ঠ দল এসেছে ক্ষমতায়। কংগ্রেস ছাড়া প্রথমবার দেশে তৈরি হয়েছে এমন সরকার। প্রথমবার অকংগ্রেসি জোট সরকার ছিল অটলবিহারী বাজপেয়ীর। ১৬তম লোকসভায় ৮টি অধিবেশনে ১০০ শতাংশের বেশি কাজ হয়েছে। সংসদে ৮৫ শতাংশ কাজের পর বিদায় নিচ্ছি”। লোকসভায় নিজের শেষ ভাষনে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 ৫ বছরের সরকারে এটি লোকসভায় শেষ ভাষন ছিলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।  ভাষনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্বে ভারতের গুরুত্ব বেড়েছে বলে মনে করেন তিনি।আর  সেটা সম্ভব হয়েছে শক্তিশালী সরকার থাকায়। মোদীর কথায়,”বিশ্ব ভারতের কথা গুরুত্ব দিয়ে শুনছে। অনেকেই বলছেন, নরেন্দ্র মোদী ও সুষমা স্বরাজ ভাল কাজ করছেন। ৩০ বছর বাদে একক সংখ্যাগরিষ্ঠ থাকার কারণে এটা সম্ভব হয়েছে। ২০১৪ সালে দেশবাসীর সিদ্ধান্তের জন্য শক্তি বেড়েছে প্রধানমন্ত্রীর। রাষ্ট্রসঙ্ঘে বাবা সাহেব আম্বেদকর ও গান্ধীর জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তাব তীব্র গতিতে পাশ হয়েছে রাষ্ট্রসঙ্ঘে”।

error: Content is protected !!